ভোলায় ২ ইউনিয়নে বিএনপির ভোট বর্জন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থীরা।
জানা যায়, বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মানিকার হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব একটা ছিল না। ওই কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিনের কোনো এজেন্টদেরও দেখা যায় নি। একই অবস্থা দেখা যায় ৩নং ওয়ার্ডের বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে। সেখানে ভোটারদেরকে প্রকাশ্যে ব্যালটে সিল দিতে বাধ্য করা হয়। আবার দলীয় লোকজনও প্রকাশ্যে সিল মারে।
এছাড়াও ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন। ছবি ও ভিডিও করায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এসব অভিযোগে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিন এমন নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবি করেছেন।
তবে বড়মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।
প্রসঙ্গত, ২২ মার্চ এ দুটি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশে এক দিন আগে নির্বাচন স্থগিত করে কমিশন।
অমিতাভ অপু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে