নন্দীগ্রামে জেএমবির প্রশিক্ষক গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে অভিযান চালিয়ে জেএমবির বোমা নিক্ষেপকারী দলের প্রশিক্ষক আব্দুল হান্নানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হান্নান উপজেলার সোহাগী পাড়া গ্রামের নাজমুল হকের ছেলে।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে আব্দুল হান্নানকে গ্রেফতার করে পুলিশ। তাকে নাশকতা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি জিহাদি বই ও দাওয়াতি কার্যক্রম পরিচালনাকালে শেরপুর উপজেলার বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেফতার করেছিল র্যাব।
নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও তার ভাই আব্দুল মান্নান জেএমবির একটি মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন।
এফএ/পিআর