ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাপ নেই দৌলতদিয়ায়, গাড়ির অপেক্ষায় ফেরি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:২১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজের তৃতীয় দিনেও চাপ নেই ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল, মহাসড়কের জিরো পয়েন্ট ও ফেরিঘাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে দীর্ঘ সময় পর পর একেকটি যানবাহন আসায় অলস সময় পার করছেন ঘাট সংশ্লিষ্টরা। আশানুরূপ যানবাহন না পেয়ে হতাশ তারা। এছাড়া যানবাহন কম থাকায় দীর্ঘ সময় পর পর ছাড়ছে ফেরি।

তবে সড়কের শৃঙ্খলা রক্ষায় ঘাট এলাকায় কাজ করছে ট্রাফিক পুলিশসহ স্থানীয় প্রশাসন।

জানা গেছে, ২১ জেলার যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা থাকলেও স্বাভাবিক সময়ের মতোই যানবাহন আসছে দৌলতদিয়া ঘাটে। যার কারণে দৌলতদিয়া ঘাটে জিরো পয়েন্টের সড়ক একেবারেই ফাঁকা। এছাড়া এ রুটে চলাচল করছে ছোট বড় ১২টি ফেরি। ফলে ঘাটে আসা যানবাহনগুলো কোনো অপেক্ষা বা ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘাটে যানবাহনের কোনো চাপ নেই। যার কারণে ফেরি লোড হতে সময় লাগছে। তবে বহরে পর্যাপ্ত ফেরি রয়েছে। যানবাহনের সংখ্যা বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।

রুবেলুর রহমান/এফএ/এএসএম