মুদি দোকানে নিষিদ্ধ কোমলপানীয়, ৪০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরের হাকিমপুরে আমদানি নিষিদ্ধ কোমলপানীয় বিক্রির অভিযোগে শরিফুল ইসলাম নামের এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে মুদি দোকানে নিষিদ্ধ কোমলপানীয় বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এসময় শরিফুল ভ্যারাইটিজ নামের দোকানে বেশকিছু নিষিদ্ধ কোমলপানীয় পাওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অমিত রায় জাগো নিউজকে বলেন, আমদানি নিষিদ্ধ কোমলপানীয় রাখার অভিযোগে মুদি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. মাহাবুর রহমান/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান