বৈশাখী পোশাক না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়া গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে পোশাক না পেয়ে অষ্টম শ্রেণির ছাত্র শাহিন (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত শাহিন উপজেলার বনগ্রাম উত্তর পাড়ার আনজেল মিয়ার ছেলে ও বেড়া বিবি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শাহিন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা দিনমজুরী করে সংসার চালান। বৈশাখে নতুন পোশাক কেনার জন্য শাহিন তার বাবার কাছে বায়না ধরে। শাহিনের বাবা তার পোশাকের জন্য ৫শ টাকা দিলেও অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ শাহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামান/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব
- ২ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের
- ৩ মঞ্চে সস্ত্রীক গান গাইলেন বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন
- ৪ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৫ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি