ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুদ্ধাপরাধ মামলায় নেত্রকোনার তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১২ এপ্রিল ২০১৬

নেত্রকোনার দুর্গাপুরে যুদ্ধাপরাধ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামের শাহ নেওয়াজ (১০০), নয়াগাঁও গ্রামের আজিজুর রহমান (৭০) ও আলমপুর গ্রামের আশক আলী (৯০)।

পুলিশ জানায়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ায় ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তার জানা নেই।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জাগো নিউজকে জানান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর সকালেই তাদের ঢাকায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/এআরএ/পিআর