ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুল বিঝুর মধ্যদিয়ে খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শুরু

প্রকাশিত: ১১:২২ এএম, ১২ এপ্রিল ২০১৬

ফুল বিঝু`র মধ্যদিয়ে খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শুরু হয়েছে। চৈত্র সংক্রান্তির আগের দিন মঙ্গলবার ভোরে পূর্ব আকাশে আলো ছড়ানোর সঙ্গে সঙ্গে চেংগী নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী শুরু হয়েছে বৈসাবির মূল আনুষ্ঠানিকতা।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। চারদিকে আনন্দের সুর লহরী আর বৈসাবি আয়োজন। ১২ এপ্রিল চাকমা জনগোষ্ঠীর ‘ফুল বিঝুু’ ত্রিপুরা জনগোষ্ঠীর ‘হাঁড়ি বসু’ আর মারমা সম্প্রদায়ে সূচিকাজ।

উৎসব প্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানান অনুষ্ঠানে। তবে তার সব কিছুকে ছাপিয়ে যায় বর্ষ বিদায়ের এই উৎসব। চাকমারা বিঝু, ত্রিপুরা বৈসুক, মারমারা সংগ্রাই, তনচংগ্যারা বিষূ, অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে।

ঐতিহ্যবাহী পোশাকে তাদের দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যদিয়ে এদিন শুরু হয় বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র এই ফুল ভাসিয়ে দেয় পানিতে। তাই একে বলা হয় ফুল বিঝু।

Boisabi

ফুল বিঝুর দিন সকালে খাগড়াছড়ি শহরের খবংপড়িয়া এলাকার চেংগী নদীতে ফুল বিঝু উৎসবে ফুল ভাসায় চাকমা তরুণীরা। পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাই যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ। পানিতে ফুল ভাসিয়ে পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়ের কথা জানান, ফুল ভাসাতে আসা পাহাড়ি তরুণ-তরুণীরা।

জানা গেছে, বিঝুর মধ্যে তিন অংশ, প্রথম দিন হল ফুল বিঝু, দ্বিতীয় দিন মূল বিঝু ও গয্যাপয্যা বিজু। পাহাড়িদের সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস। সবকিছুর জরাজীর্ণ পানিতে ভাসিয়ে দিয়ে বিঝু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয় এবং নতুন বছর যেন আরো বেশি আলোময় হয়ে ওঠে এই কামনায় নদীতে ফুল ভাসিয়ে দেয়া হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস