ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাইয়ে মাটিতে পুঁতে রাখা হাতির হাড়গোড় উদ্ধার

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৩ মার্চ ২০২৪

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাটিতে পুঁতে রাখা হাতির হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রোববার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা চন্দনিপাড়া এলাকায় মাটি খনন করে হাতির নিচের চোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাটি খনন করে তল্লাশি করা হয়। সেখানে হাতির মরদেহের হাড়সহ কয়েকটি অংশ খুঁজে পাওয়া যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে বনবিভাগ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের উদ্ধার হাড়গোড় কাপ্তাই পশু হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস