ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

একরাম হত্যা মামলায় বাদীর সাক্ষীগ্রহণ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৪২ পিএম, ১২ এপ্রিল ২০১৬

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে তার বড় ভাই রেজাউল হক জসিম এ সাক্ষ্য দিয়েছেন। এসময় সরকারি কৌঁসুলি (পিপি) ও আসামিপক্ষের আইনজীবীরা হত্যার বিষয়ে বাদী রেজাউল হক জসিমকে জেরা করেন।

জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. হাফেজ আহম্মদ জানান, মঙ্গলবার দুপুরে এ মামলায় গ্রেফতারকৃত ৪৪ আসামির মধ্যে ৪৩ জনকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নেয়া হয়। মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার অনুপস্থিত থাকলেও তার পক্ষে হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার চার্জশিটে ৫৬ জন আসামির নাম থাকলেও গ্রেফতার হয়েছে ৪৪ জন। এদের মধ্যে চারজন আসামি জামিনে রয়েছে। পলাতক রয়েছে ১২ জন আসামি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জহিরুল হক মিলু/এআরএ/পিআর