বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ভাইয়ের আত্মহত্যার চেষ্টা
নীলফামারীর কিশোরগঞ্জে বড় ভাইয়ের হাতে আওকাত হোসেন জুয়েল (১৭) নামে এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মার্চ) ভোরে রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে নিহতের বড় ভাই মেহেদী হাসান (৩০) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুর জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই মানসিকন রোগী। তিনি মাঝে মধ্যে বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করতেন। সোমবার রাতে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। পরে ভোরে তার মা নামাজের জন্য উঠে ছেলের ঘর থেকে শব্দ শুনতে পান। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ মর্গে পাঠায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড় ভাইকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান