ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুর-চাঁদপুর নৌরুট

ড্রেজিংয়ে ফেরি বন্ধ, পারের অপেক্ষায় শত শত যান

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৭ মার্চ ২০২৪

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ড্রেজিং কাজ চলায় সাময়িকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে উভয়প্রান্তে অন্তত চার শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

বুধবার (৬ মার্চ) দিনগত রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, নাব্য সংকটের কারণে গত ১০ দিন ধরে ডিআইডব্লিউটিসির পক্ষ থেকে শরীয়তপুরের অংশে লক্ষ্মীর চরের মুখে ড্রেজিং কাজ শুরু করা হয়। এতে বুধবার দিনগত রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে উভয়প্রান্তে চার শতাধিক যানবাহন আটকা পড়ে।

পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ড্রেজিংয়ের পাইপ সরিয়ে নিলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত উভয়প্রান্তে যানবাহনের চাপ রয়েছে বলে জানান তিনি।

বিধান মজুমদার অনি/এফএ/এএসএম