চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন গ্রামের বিশ্বাস সরদারের ছেলে ট্রাক চালক মোস্তফা কামাল (২৮) ও মতিহার থানার চরকাজলা মহল্লার আবু তালেবের ছেলে চালকের সহকারি মাসুদ রানা (৩২)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬টার দিকে কয়লাবাড়ি ট্রাকস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই ট্রাক থেকে ৫টি পিস্তল, ৮টি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি এবং ৭৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক চালক কামাল ও সহকারী মাসুদ রানাকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
আব্দুল্লাহ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম