হাতেনাতে চোর ধরায় নৈশ প্রহরীকে কুপিয়ে জখম
যশোরের বেনাপোল পোর্ট থানার বারোপোতায় মাছ চুরিতে বাধা দেওয়ায় মিলন হোসেন (৩৭) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
আহত মিলন জানান, বারোপোতা গ্রামে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির মাছের ঘেরে নাইট গার্ডের চাকরি করেন তিনি। প্রায়দিন ওই ঘের থেকে প্রতিবেশী আশরাফ, ইছা বাবুসহ ৭-৮ জন মাছ চুরি করেন।
তিনি জানান, বুধবার (৬ মার্চ) রাতে মাছ চুরির সময় তিনি তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে চোররা তাকে মারপিট করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি তিনি ঘের মালিক ও স্থানীয়দের জানালে তারা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মো.জামাল হোসেন/এফএ/জিকেএস