ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৮:২২ এএম, ১৩ এপ্রিল ২০১৬

খরিপ ১/২০১৬-১৭ মৌসুমে উফশী, আউশ ও নেরিকা আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও উপজেলা কৃষি অফিসের উদ্দ্যেগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিরতণ করা হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আরশেদ আলী, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান ও উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমানসহ প্রমুখ।

পরে সদর উপজেলার ১৮শ ৩০ জন কৃষকের মাঝে জন প্রতি ১০ কেজি বীজ, ৪০ কেজি সার ও নিড়ানীসহ সেচেঁর জন্য ৮শ টাকা করে বিতরণ করা হয়।

রবিউল এহ্সান রিপন/এফএ/এমএস