ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাল ভোট দিতে এসে পুলিশের হাতে আটক প্রবাসী

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৯ মার্চ ২০২৪

শরীয়তপুরের জাজিরার বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে অনন্ত শিকদার নামের এক প্রবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে ওই ইউনিয়নের মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক অনন্ত শিকদার মনাই ছৈয়াল কান্দি এলাকার আক্তার হোসেন শিকদারের ছেলে।

কেন্দ্র সূত্রে জানা যায়, গতবছরের ৯ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন দেওয়া হয়। আজ ভোটগ্রহণ চলাকালে দুপুরে মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসেন অনন্ত শিকদার। তিনি ব্যালেট পেপার নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে তাকে নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এসময় আটক অনন্ত শিকদার বলেন, ‘আমার হাতে একটি স্লিপ দিয়ে চার নম্বর ওয়ার্ডের মেম্বার জামাল শেখ ভোট দিতে বলেছেন। আমি স্লিপটি নিয়ে ভোট দিতে আসার পর পুলিশ আমাকে আটক করে। ভালো লাগা থেকে ভোট দিতে এসেছি। জাল ভোট কি না আমি জানি না।’

তবে স্লিপ দেওয়ার বিষয়টি অস্বীকার করে বড় কান্দি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল শেখ বলেন, ‘অনন্ত আমার পরিচিত। তবে আমি তাকে কোনো স্লিপ দিয়ে ভোট দিতে পাঠাইনি। ও কীভাবে স্লিপ নিয়েছে তাও জানি না।’

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুক্তি রানী দে বলেন, জাল ভোট দিতে আসা এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। এর বেশি কিছু আমি জানি না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম