ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গার নতুন দুই ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১০ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মাখালডাংগায় বিশ্বজিৎ সাহা ও শংকরচন্দ্র ইউনিয়নে সুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাহুল রাহা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মাখালডাঙ্গা ইউপিতে ঘোড়া প্রতীকের বিশ্বজিত সাহা ৫ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। এই নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন। এছাড়া সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩ জন।

অপরদিকে শংকরচন্দ্র ইউপিতে চশমা প্রতীকের মহিউল আলম সুজন ৪ হাজার ৫০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী নিলুয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৮১৭ ভোট।

শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে লড়াইয়ে ছিলেন ৪২ জন ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন।

হুসাইন মালিক/এফএ/জেআইএম