শরীয়তপুরের দুই ইউপিতে আনারস ও ঘোড়ার জয়
শরীয়তপুরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ও বড়কান্দি ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী লুৎফর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ভোট গণনার পর রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৭ হাজার ২৩৭ জন। ইউনিয়নটির নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ৯টি ওয়ার্ডে ২৬ জন ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ৪ হাজার ০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী এইচ এম কামরুল ইসলাম হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।
অন্যদিকে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ২৯০ জন। উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল শেষে ঘোড়া প্রতীকের প্রার্থী লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।
বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম