ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর বিএনপির সভাপতিসহ ৮ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১০ মার্চ ২০২৪

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণসহ আট নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মার্চ) দুপুরে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন আসামিরা। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বিএনপির আট নেতাকর্মীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন মেহেনপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান ও আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৯ অক্টোবর ও ১ নভেম্বর সরকার পতন ও নির্বাচন বাতিলের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ করে বিএনপি। মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে মেহেরপুর সদর থানায় দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আসামিরা। জামিনের মেয়াদ শেষে আজ দুপুরে জেলা ও দায়রা জজ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে উপস্থিত হয়ে তারা জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আসিফ ইকবাল/এসআর/জিকেএস