ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাজিরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩০

প্রকাশিত: ১১:১৮ এএম, ১৩ এপ্রিল ২০১৬

পিরোজপুরের নাজিরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যাওয়ায় ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা শৈলদাহ গামী পাবনা ব-০২৪০ নম্বরের লোকাল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুড়ে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের প্রায় ৩০ জন আহত হন।

এ সময় গুরুতর আহত মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক সন্তোষ মজুমদার (৪০), স্কুল শিক্ষক সন্তোষ কুন্ডু (৫৫), মো. আউয়াল শেখ (৬০), ড্রাইভার মিন্টুকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও বাকিদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করেন।

হাসান মামুন/এফএ/এমএস