জেলেদের খাদ্য সহায়তা বাড়ানোর দাবি সমাজকল্যাণমন্ত্রীর
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের যে সহায়তা দেওয়া হয় সেটি যেন আরও বাড়ানো হয়। এটি ১০ কেজি থেকে বাড়িয়ে বঙ্গবন্ধু কন্যা ৪০ কেজি করেছেন। নিবন্ধিত জেলের তুলনায় খাদ্য সহায়তা ১০ ভাগ কম আসে। কিন্তু এটি যেন সবার জন্য আসে।
সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মূলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলেদের যে ধরনের উপকরণ দেওয়া হয় সেগুলোর উপযোগিতা বিশ্লেষণ করা দরকার। তাদের সেলাই মেশিন, বকনা বাচুর দেওয়া হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। সেগুলোর সঙ্গে আর্থিক সহায়তা ও ঋণের ব্যবস্থাও করা যেতে পারে।
দীপু মনি বলেন, বেআইনি জাল ব্যবহারের ফলে মৎস্যজীবীদের ধরে নিয়ে যাওয়া হয়। এ জাল যারা উৎপাদন করেন তাদের কয়জনকে ধরা হয় আমি জানতে চাই। জেলে পল্লি ও ইলিশ গ্রামগুলোতে অভিযান চালানো হয়। জালগুলো যেখানে উৎপাদিত হয় সেসব কারখানায় কতগুলো অভিযান চালানো হয়েছে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ও অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি মো. শাহাদাত হোসেন শান্ত ও জেলা মৎস্যজীবী লীগ নেতা শাহ আলম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম