ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বরখাস্ত চেয়ে মেম্বারদের অনাস্থা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১২ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার ১ নম্বর জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের স্বেচ্ছারিতা ও বিভিন্ন দুর্নীতি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত (মহিলা) ও সাধারণ ওয়ার্ডের ১১ ইউপি সদস্য (মেম্বার)।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার কাছে এ অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়।

অনাস্থা প্রস্তাব দাখিলকারী মেম্বাররা হলেন ১ নম্বর ওয়ার্ডের মখলেছুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের খোকন আলী, ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের রতন আলী, ৭ নম্বর ওয়ার্ডের আলামিন, ৮ নম্বর ওয়ার্ডের মঈনুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নূর জাহান বেগম, রাশিদা খাতুন, ও সোনিয়া আক্তার।

অনাস্থা প্রস্তাব পত্রে উল্লেখিত অভিযোগসমূহ হলো, ইউনিয়ন পরিষদের প্রতি মাসে মাসিক সভার আহ্বান করার নিয়ম থাকা স্বত্বেও তিন মাস ধরে কোনো সভা আহ্বান করা হয়নি। এমনকি চেয়ারম্যান নিজ বাড়িতে বসে ইচ্ছে মতো দাপ্তরিক কাজ করেন, যার কারণে জনসেবা মারাত্বকভাবে বিঘ্নিত হচ্ছে। পরিষদের বিভিন্ন বরাদ্দ যেমন টি.আর, কাবিখা, কাবিটা ইত্যাদি নিজ ইচ্ছানুযায়ী প্রকল্প তৈরি করে খাদ্যশষ্য বা টাকা আতসাৎ করে আসছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ১৮ জন সুবিধাভোগীর নামে কার্ড থাকলেও উক্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত কোনো প্রকার সুবিধা পাননি।

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বরখাস্ত চেয়ে মেম্বারদের অনাস্থা

এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করেন। তাদের নামে রাস্তা, ব্রীজ, কালভার্ট ইত্যাদির নামকরণ করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করছেনা। অত্র ইউনিয়ন পরিষদের আয়-ব্যায়ের হিসাবপত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে অবহিত করেন না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন জাগো নিউজকে বলেন, স্থানীয় বিল-বাওড় কেন্দ্রীক কিছু দ্বন্দের কারণে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। এগুলো ষড়যন্ত্র। অভিযোগসমূহ সত্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পত্র পেয়েছি। পরবর্তীতে আমরা বিধি মোতাবের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হুসাইন মালিক/এনআইবি/এমএস