ঋণের টাকা পরিশোধ না করায় কৃষক গ্রেফতার
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বগুড়ার ধুনট উপজেলায় চান্দু মিয়া (৩৫) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দু মিয়া ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। গ্রেফতারের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক চান্দু মিয়া জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শেরপুর শাখা থেকে প্রায় দুই বছর আগে এক লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন তিনি। এর মধ্যে ১৮ হাজার টাকা পরিশোধও করেছেন। কিন্তু দারিদ্রতার কারণে অবশিষ্ট ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। আর এ কারণেই ব্র্যাকের পক্ষ থেকে তার বিরুদ্ধে বগুড়া অর্থ ও ঋণ আদালতে একটি মামলা দায়ের করা হয়। আদালত তার বিরুদ্ধে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আদালতের দণ্ডাদেশ পাওয়ার পর থেকে চান্দু মিয়া পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে চান্দু মিয়াকে গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআরএ/এবিএস