ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ২ যুবকের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২৪

মেহেরপুর বিআরটিএ অফিসে সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি ও সরকারি আদেশ অমান্য করার দায়ে অভিযান চালিয়ে শাওন খান (৩৭) এক যুবককে ২০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দিয়েছে দুদক। এসময় নাজমুস সাকিব (৩৫) নামের আরেক যুবককে ২০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে জেলা বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে এ ওই যুবককে আটক করে দুদকের আভিযানিক দল। অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনসহ দুদকের একটি দল।

বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ২ যুবকের জেল-জরিমানা

এ বিষয়ে সাইদুর রহমান জাগো নিউজকে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দুদকের হট লাইন (১০৬) নম্বরে কল করে লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে বুধবার সকালে বিআরটিএ অফিসে ঘটনার সত্যতা যাচাই করে দুদক। এসময় লাইসেন্স তৈরি করতে ১০ হাজার টাকা দাবি করেন শাওন খান ও তার সহযোগী নাজমুস সাকিব। পরে উক্ত অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি মোতাবেক শাস্তি দেওয়া হয়।

আসিফ ইকবাল/এনআইবি/এমএস