ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৪ মার্চ ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই আইয়ুব আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জাগো নিউজকে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আইয়ুব আলী তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকা দিয়ে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে আইয়ুব আলী। পরে সে ভারত থেকে চোরাই পথে কায়লা নিয়ে বাংলাদেশে আসার পথে পাথরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গেলে পাথর চাপায় যুবকের মৃত্যু হয়। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লিপসন আহমেদ/এনআইবি/এএসএম