চাঁদপুরে ৪ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের শাহারাস্তি উপজেলায় বিভিন্ন অভিযোগে চার তরমুজ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার, ধোঁয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওনও) ইয়াসির আরাফাত।
ইয়াসির আরাফাত জাগো নিউজকে বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে ঠাকুরবাজার একটি তরমুজ আরতকে ১০ হাজার, দোয়াভাঙ্গা মদিনা এন্টারপ্রাইজ ফলের আরত ৩০ হাজার, কালিয়াপাড়া ভোলা চরফ্যাশন বাণিজ্যিলয় তরমুজ আড়তকে ২০ হাজার এবং ভাই ভাই ফল ভাণ্ডার তরমুজ আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে শাহারাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
শরীফুল ইসলাম/এনআইবি/এএসএম