ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ইফতার মাহফিল থেকে জামায়াত সন্দেহে আটক ৯

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৭ মার্চ ২০২৪

বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিল থেকে জামায়াতের নেতাকর্মী সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রেড চিলি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বগুড়া শহরের মফিজপাগলার মোড় এলাকায় রেড চিলি রেস্তোরাঁর পঞ্চম তলায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে সরকারি মোস্তাফাবিয়া আলিফা মাদরাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্তত ৬০ জন এতে অংশ নেন। বিকেল সাড়ে ৪টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘পুলিশ কতজনকে কী অপরাধে আটক করেছে জানি না। তবে এ সংগঠনটির নাকি ইফতার মাহফিলের অনুমতি ছিল না। ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি ইফতারের জন্য রেস্তোরাঁ বুকিং দিয়েছিলেন। তিনি নিজেকে শাজাহানপুরের ডোমনপুকুর কামিল মাদরাসার অধ্যক্ষ পরিচয় দিয়েছিলেন।’

সরকারি মোস্তাফাবিয়া আলিফা মাদরাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ বলেন, ‘আমি বগুড়ায় নতুন পদায়ন পেয়ে এসেছি। ডোমানপুকুর কামিল মাদরাসার অধ্যক্ষ ইসমাইল আমাকে দাওয়াত করেছিলেন। উনি বলেছিলেন জেলার বেশকিছু মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন হবে। বিষয়টি নিয়ে আমি বিব্রত।’

এ বিষয়ে জানতে ডোমানপুকুর কামিল মাদরাসার অধ্যক্ষ ইসমাইলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে আটক ৯ জনের নাম-পরিচয় জানতে জেলা ডিবি পুলিশের কার্যালয় ও সদর থানায় গিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তব্যরত কোনো কর্মকর্তা আটকদের নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মী সন্দেহে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ২০২৩ সালের ৭ জুলাই বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছিল জামায়াত।

এনআইবি/এসআর/জিকেএস