ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৪ এতিম শিশুকে খাওয়ালেন পুলিশ সুপার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৮ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০৪ এতিম শিশুকে খাবার খাইয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

রোববার (১৭ মার্চ) রাতে নোয়াখালী সরকারি কলেজ সংলগ্ন দারুল ইসলামিয়া কওমী মাদরাসা ও এতিম খানায় খাবারের এ আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৪ এতিম শিশুকে খাওয়ালেন পুলিশ সুপার

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে। এছাড়া ১০৪ জন এতিম অসহায় শিশুর জন্য ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:

এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিসহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৪ এতিম শিশুকে খাওয়ালেন পুলিশ সুপার

মাদরাসার শিক্ষকরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এতিম অসহায়দের জন্য পুলিশ সুপারের সুন্দর আয়োজনে সবাই খুশি। খাওয়ার আগে মহান এ নেতার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

ইকবাল হোসেন মজনু/এনআইবি/এএসএম