ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ৩২ পিস সোনার বারসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৪

যশোরে পুলিশের অভিযানে সোয়া তিন কেজি ওজনের ৩২টি সোনার বারসহ দুই চোরকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

আটক শহিদুল্লাহ ও সুমন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বিপুল পরিমাণ সোনা নিয়ে ঢাকা থেকে চোরাকারবারিরা বেনাপোলে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুর আনুমানিক আড়াইটার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি তিনশ’ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক প্রায় চার কোটি টাকা। অভিযানকালে প্রাইভেটকার থেকে যশোরের শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল্লাহ ও সুমন নামে দুই সোনা চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এনআইবি/এমএস