বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার
বগুড়ায় অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। সোমবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে চিলটি উদ্ধার করা হয়।
কলেজের শিক্ষার্থী ও তীরের সভাপতি হোসেন রহমান বলেন, অসুস্থ ভুবন চিলটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর বন বিভাগের পরামর্শে দ্রুত পাখিটিকে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত জলাশয় কিংবা নদ-নদীর কিনারে এদের দেখা মেলে। মাছ এদের প্রধান শিকার।
২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০২১ লাভ করে।
আরএইচ/এএসএম