এলেঙ্গায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টায় এলেঙ্গা বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয়রা সংবাদ দেয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে টাঙ্গাইল, ভুয়াপুর ও কালিহাতির তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে জানান তিনি।
বিএ