ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে দুলাভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২২ মার্চ ২০২৪

ফরিদপুরের মধুখালীতে নিজাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিজাম উদ্দিন ওই গ্রামের মানিক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিজাম উদ্দিনের শ্বশুরবাড়ি থেকে শ্যালকসহ বেশ কয়েকজন এসে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। পরে তারা নিজাম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

এ ব্যাপারে নিজাম উদ্দিনের ছোটভাই আজিম উদ্দিন বলেন, আমার বড় ভাইকে তার শ্যালক আশারুল, ইলিয়াস, মামুন, হারুনসহ বেশ কয়েকজন মধ্যরাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

এ বিষয়ে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস