ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে রেলওয়ের ৩৭ টিকিটসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৪ মার্চ ২০২৪

জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে ৩৭টি ট্রেনের টিকিটসহ আরিফ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুর ৩টার দিকে ঢাকা রেলওয়ে বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতার আরিফ উপজেলার ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে। তার কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকিট জব্দ করেছে পুলিশ।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আরিফ একজন পেশাদার কালোবাজারি। তিনি দীর্ঘদিন ধরেই এ স্টেশনে কালোবাজারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন গন্তব্যে যাওয়ার ৩৭টি টিকিটসহ তাকে আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। আরিফকে এর আগেও একবার একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

মো. নাসিম উদ্দিন/এনআইবি/জিকেএস