ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ পরিচয়ে ব্যাগ তল্লাশি, ৬ লাখ টাকা নিয়ে উধাও

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৫ মার্চ ২০২৪

রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে এক দম্পত্তির ব্যাগ তল্লাশির নামে ছয় লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে একটি প্রতারক চক্র।

সোমবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ পরিচয়ে ব্যাগ তল্লাশি, ৬ লাখ টাকা নিয়ে উধাও

ভুক্তভোগী সাহিদা আক্তার জানান, স্বামী মহির উদ্দিনের সঙ্গে তিনি একটি ব্যাগের মধ্যে ছয় লাখ টাকা নিয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ভ্যানযোগে গোয়ালন্দ মোড়ে আসেন। বাসের জন্য অপেক্ষা করার সময় একজন অপরিচিত লোক এসে পুলিশ পরিচয়ে বলেন, রোহিঙ্গা নিয়ে ঝামেলা হচ্ছে। এখানে চেকিং হচ্ছে আপনি একটা স্বাক্ষর দিয়ে চলে যাবেন। তার কথায় সরল বিশ্বাসে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী বাসষ্ট্যান্ডে নিয়ে বলে ব্যাগে কি আছে, টাকার কথা শুনে বলে স্যারের সঙ্গে কথা বলেন। পরে কৌশলে টাকার ব্যাগ নিয়ে তারা প্রাইভেটকারে পালিয়ে যায়। তারা ৭-৮ জনের গ্রুপ ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসলেও কাউকে ধরতে পারেনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

রুবেলুর রহমান/এনআইবি/এএসএম