ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:২৯ এএম, ২৬ মার্চ ২০২৪

ফরিদপুরে ট্রাকচাপায় সালমান খান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আকাশ প্রামাণিক (২৪)।

সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার গঙ্গাবর্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান খান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন সালমান ও আকাশ। পথিমধ্যে খুলনাগামী একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার গঙ্গাবর্দি এলাকায় তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালমান। এসময় গুরুতর আহত হন আকাশ প্রামাণিক।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আকাশ প্রামাণিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। আর নিহত সালমান খানের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেডএইচ