ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চন্দ্রপুরে আ.লীগ-স্বতন্ত্র সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৬ এপ্রিল ২০১৬

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর সিকদারসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, হালিম মোল্লা, কায়েদী মিল্লাত মৃধা, দুলাল মৃধা ও মহসিন মৃধা। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার এর সমর্থকরা জনসংযোগ করতে গেলে দড়িকান্দির ছাত্তার মুন্সীর বাড়ির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৫ জন আহত হন। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার বলেন, নির্বাচনের শুরু থেকেই ওমর ফারুক মোল্লা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছেন। আজ আমি দড়িকান্দির ছাত্তার মুন্সীর বাড়ির সামনে আমার সমর্থকদের নিয়ে জনসংযোগ করতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ ৫ জন আহত হয়েছি।

তবে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক মোল্লা বলেছেন, আমরা তার জনসংযোগে বাধা দেইনি। এটা ভিত্তিহীন।
 
এবিষয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, চন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী সংঘষের্র ঘটনাটি আমি শুনেছি। কিন্তু কেউ মামলা করতে আসেনি। তবে কেউ যদি মামলা করতে আসে তাহলে তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।

ছগির হোসেন/এফএ/এমএস