দৌলতদিয়ায় নদীতে পড়ে সেলফি পরিবহনের স্টাফের মৃত্যু
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে যাওয়া ফিরোজ শেখকে (২৮) মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি সেলফি পরিবহনের স্টাফ ছিলেন।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে বড়শি দিয়ে মাছ ধরা দেখতে গিয়ে তিনি লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানাজার নুরুল আনোয়ার মিলন জানান, কোনো কারণে ওই ব্যক্তি পাটুরিয়া থেকে এ পারে এসেছিলেন। সকাল সোয়া ৭টার দিকে পন্টুনে বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরছিলেন কয়েকজন, ওই মাছ ধরা দেখতে গিয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি সেলফি পরিবহনের স্টাফ এবং তিনি মৃগী রোগী ছিলেন বলে জেনেছি।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফরিদউদ্দিন জানান, মরদেহ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রুবেলুর রহমান/এএইচ/জিকেএস