ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা বগিতে ইঞ্জিন লাগানোর সময় ১০ যাত্রী আহত

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৪:১০ পিএম, ৩০ মার্চ ২০২৪

লালমনিরহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ইঞ্জিন লাগানোর সময় ধাক্কায় ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং কমিউটার ট্রেনটি লালমনিরহাট প্লাটর্ফমে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটির প্রায় ১০ যাত্রী বগিতেই ছিটকে পড়ে আহত হন। পরে তাদের লালমনিরহাট রেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে দুই নারী যাত্রীর মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন।

লালমনিরহাট স্টেশনমাস্টার লোকো শেড বিভাগের চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়অ হয়েছে।

দাঁড়িয়ে থাকা বাগিতে ইঞ্জিনে বগি লাগানোর সময় ১০ যাত্রী আহত

লালমনিরহাট রেলস্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম বলেন, ইঞ্জিন পরিবর্তন করে অন্য ইঞ্জিন ওই বগিতে লাগানোর সময় জোরে ধাক্কা লাগে। এতে ট্রেনের বগিতে থাকা কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় লোকো বিভাগের চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, ইঞ্জিন লাগাতে গিয়ে বগিতে সজোরে ধাক্কার পর কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এএইচ/জেআইএম