পার্বতীপুরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুরে দেশীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইন ১৯৯০ সাল এর ১৯ (১) টেবিলের ৬(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, পার্বতীপুর শহরের রুম নগর মহল্লার রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম, সাহেবপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, একই মহল্লার ফজলুল হকের ছেলে সাজেদুল ইসলাম ও নুর নগর মহল্লার আবির উদ্দীনের ছেলে আ. খালেক।
দিনাজপুর সিআইডি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন মিঞার (পিপিএম) নেতৃত্বে উপ-পরিদর্শক সাইফুল আলমসহ সিআইডি পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজারের উত্তরা সিনেমা হল রোডে অভিযান চালায়। এসময় তারা ২৮ লিটার দেশীয় মদসহ রনি ইসলাম (২২), আরিফুল ইসলাম (২৮), সাজেদুল ইসলাম (২৯) ও আ. খালেককে (৪২) গ্রেফতার করে।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাঁস চুরি করেছেন ইউপি মেম্বারের ছেলে, জরিমানা করায় ৩ জনকে কুপিয়ে জখম
- ২ টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে জীবনদক্ষতা উন্নয়নে বুটক্যাম্প
- ৩ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃত ১৪ জেলে, জিম্মি ৬
- ৪ নওগাঁয় অন্যের জমি দখল করে বিএনপি প্রার্থীর দলীয় কার্যালয়
- ৫ লক্ষ্মীপুর যাচ্ছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা