ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অনুমোদনহীন ওষুধ রাখায় তিয়ানশির অফিস সিলগালা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ৩০ মার্চ ২০২৪

সাতক্ষীরায় অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির জেলা অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মার্চ) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদারের নেতৃত্বে অভিযানে এ সাজা দেওয়া হয়।

এসময় ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রী জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহনেওয়াজ তালুকদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসে অভিযান চালানো হয়। এসময় বিএসটিআইয়ের অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয় ও ওষুধ জব্দ করা হয়।

অনুমোদনহীন ওষুধ রাখায় তিয়ানশির অফিস সিলগালা

এছাড়া সিল বিহীন ওষুধ সামগ্রী বিক্রির অভিযোগে দুই ডিস্ট্রিবিউটরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র্যাব, পুলিশ ফোর্স, ড্রাগ সুপারের প্রতিনিধি এবং এন এস আই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আহসানুর রহমান রাজীব/এনআইবি/জেআইএম