ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে জাটকাসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০১ এপ্রিল ২০২৪

চাঁদপুরে জাটকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন, নুরুল ইসলাম (২০) ও কাদির (১৮)। ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের জাটকাসহ গ্রেফতার করে পুলিশ।

নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির ছেলে।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন এলাকা থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১৫০ কেজি জাটকাসহ নুরুল ইসলাম ও কাদির কে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস