ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রিজের গার্ডার ধসে চাপা পড়লেন শ্রমিক

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০২ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার ধসে এক শ্রমিকের চাপা পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন শ্রমিক।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে এ গার্ডার ধসের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্রিজের গার্ডার ধসের সময় ৩ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ তিনটি গার্ডার ধসে পড়ে। ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক শ্রমিকের তেমন কিছু হয়নি। তবে একজন শ্রমিক গার্ডারের নিচে চাপা পড়েছে। সেই শ্রমিককে উদ্ধারে কাজ চলছে।

এম এ মালেক/এফএ/জেআইএম