পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কার্যক্রম শুরু হয়েছে। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। 
এরপর সকাল ৮ টায় পুস্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় শেখ হাসিনা মঞ্চে আনসার ও ভিডিপি কতৃক হে তারুণ্য তুমি দাঁড়াও এই শিরোনামে উপস্থাপনা, সকাল ৯টা ৩০ মিনিটে মুজিবনগরে আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জনপ্রাশাসন মন্ত্রণালয়ের দ্বায়িত্বে নিয়জিত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকসহ বেশ কয়েকজন মন্ত্রী মুজিবনগর দিবস উপলক্ষে বক্তব্য রাখাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
আতিকুর রহমান টিটু/এসএস/এমএস