ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীর ৯৬ ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ১০:০২ পিএম, ০২ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ঈশ্বরদী পৌর শহরের ৪৭টি মসজিদের ৯৬ জন ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

ঈশ্বরদী পৌরসভার অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনদের জোব্বা-পায়জামার কাপড় ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পৌরসভার হলরুমে এ ঈদ উপহার তুলে দেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

ঈশ্বরদীর ৯৬ ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার

এসময় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর আবুল হাশেম, ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওলিউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার স্টোর কিপার খায়রুল ইসলাম লিটন।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ঈদ উপলক্ষে পৌর শহরের মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষভাবে সম্মান জানাতে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।

শেখ মহসীন/এসআর/এএসএম