ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৭ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামে পুকুরে ডুবে হাবিবুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে আম কুড়াতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে মারা যায়।

হাবিবুল্লাহ ওই গ্রামের হেকমত আলীর ছেলে। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতের মা-বাবা।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জাগো নিউজকে জানান, হাবিবুল্লাহ বাড়ির পার্শ্ববর্তী বাগানে আম কুড়াতে গিয়ে সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসএস/এমএস