বকেয়া বেতনের দাবিতে নকল নবিসদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে এক্সট্রা মোহরার (নকল নবিস) ১২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও সরকারি স্কেলভুক্ত করার দাবিতে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। রোববার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা নকল নবিস সমিতির সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সদর উপজেলা সভাপতি মাহফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এ সময় বক্তারা এক্সট্রা মোহরারদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও সরকারি যাবতীয় সুযোগ সুবিধাসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও সরকারি স্কেলভুক্তকরণের জোর দাবি জানান। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
রবিউল এহসান রিপন/এসএস/এমএস