ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।  শুক্রবার সকাল সোয়া ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ৮/৯ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সেশনে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে উভয় দলের নেতাকর্মীরা শো ডাউন করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কলেজের প্রধান গেটের সামনে উভয় দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।