ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেলখানায় ২৫০ বন্দিকে ঈদ উপহার দিলেন গণপূর্তমন্ত্রী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি ২৫০ হতদরিদ্রকে ঈদের নতুন কাপড় উপহার দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার (৭ এপ্রিল) দুপুরে মন্ত্রী নিজে উপস্থিত হয়ে এসব উপহার বন্দিদের হাতে তুলে দেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেল সুপার মো. শহিদুল ইসলাম, কারা চিকিৎসক সাখাওয়াত হোসেন তানভীর, কারা পরিদর্শক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, কারা পরিদর্শক এম সাইদুজ্জামান আরিফ, জেলার মো. বিকাশ রায়হান ও ডেপুটি জেলার সজীব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, কারাগারে ১৩৭৬ হাজতি রয়েছেন। এসব হাজতিদের মধ্যে ২৫০জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদের নতুন কাপড় উপহার দিয়েছেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। এরমধ্যে দুজন পুরুষ ও ৫০ জন নারী বন্দি রয়েছেন। এছাড়া কারাগারে মায়ের সঙ্গে বন্দি ৯ শিশুকে নতুন কাপড়ের সঙ্গে জুস, চিপ ও চকলেট উপহার দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস