ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেলমন্ত্রী

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় রেলের যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরেছেন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১০ এপ্রিল ২০২৪

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন। রেলপথ মন্ত্রণালয়ের সবাই মিলে এবার সে চেষ্টাই করেছি।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, আমরা যাত্রীদের ফিরতি টিকিট দিয়েছি। ঈদে যেমন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। ঠিক ঈদ শেষেও তারা একইভাবে কর্মস্থলে ফিরতে পারবেন। এ সময় মন্ত্রী রেলের যাত্রী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস