হাতীবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে জিগারঘাট এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার জিগারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাওহীদ (২) ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে তাওহীদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে তাওহীদের মরদেহ উদ্ধার করেন।
দোলাপাড়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম এ বিষয়ে বলেন, শিশু তাওহীদের মা তাকে বাসায় রেখে বাহিরে গিয়েছিল। সবার অজান্তে পুকুরে পড়ে যায় সে। পরে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আমাদের অবগত করেছেন।
রবিউল হাসান/এমএইচআর