সোনাগাজীতে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা
ফেনীর সোনাগাজীতে নুর হোসাইন সবুজ (৩০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, রোববার রাতে উপজেলার কেরামতিয়া বাজারে নিহত সবুজের ভাই আরিফের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতা জুয়েলের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে জুয়েল। খবর পেয়ে সবুজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সোমবার সকালে তিনি মারা যায়।
ফেনী সদর হাসপাতালের আর এমও ডা. অসীম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এই ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। তবে ঘাতকদের আটকের চেষ্টা চলছে।
জহিরুল হক মিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি